আজ 26শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবস।

26শে মার্চ, আজ স্বাধীনতা দিবস। এদিন প্রতিটি বাঙ্গালীর জন্য গৌরবময় আত্মত্যাগের দিন। মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলো শুরু হয় এ দিনে। পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আল বদর ও জামাতীদের বিরুদ্ধে এদেশের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের 7ই মার্চের ভাষণ ও 25শে মার্চের গণহত্যার পর 26শে মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধ। কেউ জানত না তখনও যে, তিরিশ লক্ষ বাঙ্গালীকে নয় মাস ধরে আত্মদান করতে হবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য।         আজ থেকে ৪৬ বছর আগের ঠিক এমনি এক ভোররাতে পাক বাহিনীর গণহত্যার বিরুদ্ধে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন। উনিশত একাত্তরের আজকের এই দিনে ঘোষণা  হয়  বাংলাদেশের স্বাধীনতা। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহার্ঘ স্বাধীনতার ৪৬তম বার্ষিকী।


Leave a comment